চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কি না ভেবে দেখবে ছাত্রদল

আব্দুল্লাহ আল নোমান | ছবি: সংগৃহীত

বর্তমান প্রশাসনের অধীনে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

আজ বৃহস্পতিবার নোমান অভিযোগ করেন, শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে।

এর আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি উল্লেখ করেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, আমরা যথেষ্ট সন্দিহান। আর এই দলকানা প্রশাসনের অধীনে আমরা নির্বাচনে যাব কি না, তা এখন ভেবে দেখার বিষয়।'

যোগাযোগ করা হলে নোমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্যমুক্ত দাবি করলেও বাস্তবে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে। এই বিতর্কিত প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।'

'এছাড়া, জামায়াতপন্থী শিক্ষক ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুস্পষ্ট। এমন একটি প্রশাসনের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না সে নিয়েই আমার গুরুতর শঙ্কা রয়েছে,' বলেন তিনি।

প্রসঙ্গত, এদিন দুপুরে চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন কমিশন। সভায় মতপ্রকাশের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ তুলে সভা বর্জন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

58m ago