চাকসু নির্বাচনে অংশ নেবে না বাগছাস, রাত পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
সংগঠনটির একাধিক নেতাকর্মীর জানিয়েছেন, তারা এবার কোনো প্যানেল গঠন করছেন না। তবে সংগঠনের কোনো নেতা বা কর্মী চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
সংগঠনের মুখ্য সংগঠক সাব্বির হোসেন রিয়াদ বলেন, 'আমাদের আহ্বায়ক মুনতাসির, সদস্যসচিব আল মাসনুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া মিথিলা—কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাই বাগছাসের পক্ষ থেকে কোনো প্যানেল হবে কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।'
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক উলফাতুর রহমান রাকিব। তিনি বলেন, 'আমি এই কমিটি থেকে পদত্যাগের আবেদন করেছি। কমিটিতে থাকছি না। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করব।'
ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন মঙ্গলবার। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আগ্রহের কারণে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, 'শিক্ষার্থীদের চাপ বিবেচনায় প্রয়োজনে রাত পর্যন্ত অফিস খোলা থাকবে, যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়।'
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এর আগে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
Comments