মধ্যরাত পর্যন্ত নাটকীয়তার পর রাবিতে পোষ্য কোটা স্থগিত

ছবি: স্টার

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 'পোষ্য কোটা' পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ। গত রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

গতকাল শনিবার দিনভর দফায় দফায় বিক্ষোভ, উপাচার্যের বাসভবন ঘেরাও এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ক্যাম্পাস উত্তাল ছিল। উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার ২১ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।'

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা চালু ছিল। এ নিয়মের আওতায় প্রতিটি বিভাগে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ দুজন শিক্ষার্থী ভর্তি হতে পারেন।

পোষ্য কোটা স্থগিতের ঘোষণা আসার আগমুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ছিলেন। গতকাল রাত ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে রাত একটা পর্যন্ত। বিকেলে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির পর থেকে বিক্ষোভ আরও জোরালো হয়।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল রাতে এক সভা শেষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। তারা হামলাকারীদের শাস্তির দাবিও জানিয়েছেন।

এর আগে গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল সাড়ে তিনটার দিকে তারা উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নাকিবের বাসভবন ঘেরাও করেন এবং উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিনের গাড়ি আটকে দেন। পরে শিক্ষার্থীরা অধ্যাপক মঈনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন।

বিকেল সাড়ে চারটার দিকে উপ-উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা আবার বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেধে যায়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এদিকে, পোষ্য কোটা বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনশনরত তিন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল দিনের বেলায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

1h ago