ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেয়ারবাজার,

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর প্রথম কার্যদিবসে বাংলাদেশের শেয়ারবাজার দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪২৬ পয়েন্টে শেষ হয়েছে। যা গত সাড়ে তিন বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি।

একই সময়ে ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৭৫ পয়েন্ট বা চার শতাংশ বেড়ে এক হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩২ পয়েন্ট বা দুই দশমিক ৮৬ শতাংশ বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্ট হয়েছে।

শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর বিনিয়োগকারীরা বাজারে সুশাসন ফেরার ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, সেই আশায় বহু বছর ধরে কম দামে থাকা শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে তাদের অংশগ্রহণও বেড়েছে।

বাজারের গুরুত্বপূর্ণ সূচক টার্নওভার ২৬২ শতাংশ বেড়ে ৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আজ ৩২৮টিন কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে নয়টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৪৬৭ পয়েন্ট বা তিন শতাংশ বেড়ে হয়েছে ১৫ হাজার ৩৯৩ পয়েন্ট।

আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অফিসে আসেননি। আগামীকাল যে কমিশন সভা হওয়ার কথা রয়েছে, তাও স্থগিত করা হয়েছে।

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

29m ago