ময়মনসিংহে অটোরিকশায় বাসচাপা, নিহত ৩

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাগুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বগুন্ডা এলাকায় এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

Comments