ন্যায় বিচারের আশায় মানুষ আদালতে ঘুরবে এটা হয় না: প্রধান বিচারপতি

ন্যায় বিচারের আশায় মানুষ আদালতে ঘুরবে এটা হয় না: প্রধান বিচারপতি
ময়মনসিংহ জেলা জজ আদালতে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলছেন প্রধান বিচারপতি। ছবি: স্টার

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপ্রার্থী যে জনগণ আদালতের বারান্দায় বিচারের প্রত্যাশায় আসেন তারাই এই দেশের মালিক। তাদেরকে বিচারিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। এটা যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বছরের পর বছর যদি আদালতের বারান্দায় কেউ ঘুরতে থাকেন ন্যায় বিচার পাওয়ার আশায় এবং বিচার না পান, হয়তোবা তিনি বলেও ফেলতে পারেন যে দেশে বিচার-আচার নাই। আমরা এটা হতে দিতে পারি না। এজন্য দেশ স্বাধীন হয়নি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। মামলার জট ছাড়িয়ে জনগণ যাতে সহজে ন্যায় বিচার পায় সেজন্য বিচারক ও আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

তিনি আরও বলেন, '২০২২ সালে সারাদেশের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। এবছর অগ্রগতি আরও বেশি। এজন্য ময়মনসিংহ জেলা দেশের প্রথম "প্রধান বিচারপতি পদক" লাভ করেছে।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago