হাদি হত্যা: গ্রেপ্তার আরও ১
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় আমিনুল ইসলাম ওরফে রাজু নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তদন্তের সঙ্গে জড়িত এক ডিবি কর্মকর্তা জানিয়েছেন, রাজু ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির আত্মীয়।
ওই ডিবি কর্মকর্তা আরও জানিয়েছেন, রাজুর বিষয়ে আরও তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছেন তারা।
মামলার তদন্তকারীদের মতে, হাদিকে গুলি করার পর যুবলীগের এক নেতা বাপ্পি যোগাযোগ করেছিলেন রাজুর সঙ্গে। বাপ্পি তাকে ফিলিপ স্নাল নামে এক সন্দেহভাজন মানব পাচারকারীর সঙ্গে যোগাযোগ করতে এবং তাকে জরুরি ভিত্তিতে বাপ্পিকে ফোন করতে বলার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ফিলিপ স্নালের বিরুদ্ধে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীরকে ঘটনার পর দেশ ছেড়ে পালাতে সহায়তা করার অভিযোগ রয়েছে। দেশ থেকে পালানোর জন্য তার জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পর সে এখন আত্মগোপনে রয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, বাপ্পির নির্দেশ অনুযায়ী রাজু ফিলিপের কাছে ৫ হাজার টাকা পাঠিয়েছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু তদন্তকারীদের কাছে দাবি করেছেন, সেই সময় দেশ থেকে পালানোর পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে, সীমান্ত অতিক্রম করার পর ফিলিপ তাকে জানিয়েছিলেন, তিনি যাদের সাহায্য করেছিলেন তারা হাদিকে গুলি করার সঙ্গে জড়িত হিসেবে সন্দেহভাজন।


Comments