পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি কিশোর নিহত
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আহত যুবক হাবিবুর রহমান ওরফে ছুটু বড়শশী এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার দিবাগত রাত ৩টার দিকে হাবিবুর ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে সে গুরুতর আহত হয়।'

পরে স্বজনেরা হাবিবুর বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আহত যুবককে রংপুর মেডিকেলে নিয়ে গেছেন স্বজনেরা।'

ফোন রিসিভ না করায় এ বিষয়ে ৫৬ নীলফামারী বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago