এশিয়া কাপ আয়োজনে আশাবাদী এসিসি, এজিএমে উপস্থিত ছিল ভারতও

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত থাকবে না ভারত। স্পষ্টভাবেই এই বার্তা দিয়েছিল ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। রাজনৈতিক নানা কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে সেই অবস্থান থেকে সরে এসে অনলাইনে এজিএমে যুক্ত হয়েছে ভারত। তাতে আসন্ন এশিয়া কাপ আয়োজনে আশাবাদ প্রকাশ করেছে এসিসি।

মঙ্গলবার ঢাকায় সংস্থাটির বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি স্পষ্টভাবেই জানিয়েছেন বিষয়টি। তার বিশ্বাস, সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে এবং প্রতীক্ষিত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

'আমরা এখন বিসিসিআইয়ের সঙ্গে সমন্বয়ে আছি। আশা করি খুব শিগগিরই ঝুলে থাকা বিষয়গুলো সমাধান হয়ে যাবে এবং আমরা এশিয়া কাপ আয়োজন করতে পারব,' বলেন এসিসি সভাপতি মহসিন নাকভি।

এজিএমে এসিসির ২৫টি সদস্য দেশই অংশ নেয়, যার মধ্যে অনেকে জুমের মাধ্যমে যুক্ত হন বলে জানান নাকভি, 'আমাদের বার্ষিক সাধারণ সভা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ২৫ জন সদস্য রয়েছেন এবং সব ২৫ জনই সভায় অংশ নিয়েছেন। আমি ধন্যবাদ জানাতে চাই সকল সদস্যদের যারা সরাসরি উপস্থিত ছিলেন এবং যারা জুমের মাধ্যমে সভায় যুক্ত হয়েছেন।'

তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আতিথেয়তার প্রশংসা করে বলেন, 'বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমিনুল ভাইকে এবং বিসিবিকে, তাদের আতিথেয়তার জন্য। যেভাবে তারা আমাদের দেখভাল করেছেন, তা অভূতপূর্ব। এই দুই দিন ছিল দারুণ স্মরণীয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এমন অসাধারণ আয়োজনের জন্য।'

সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি এসিসি ও এর চেয়ারম্যান মহসিন নাকভিকে ধন্যবাদ জানাই। আমরা গর্বের সাথে বলতে পারি, সভাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল সদস্য খুবই সহযোগিতাপূর্ণ ছিলেন, কারণ আমরা সবাই ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি।'

সভায় আরও একবার জোর দিয়ে বলা হয় এসিসির অভ্যন্তরে কোনো রাজনীতি নয়, বরং সদস্য দেশগুলো কেবল ক্রিকেটের জন্য একযোগে কাজ করবে। নাকভির ভাষায়, 'আমরা সবাই একমত হয়েছি যে, আমরা ক্রিকেটের জন্য কাজ করব। আমাদের কেউই চায় না রাজনৈতিক প্রভাব আমাদের সংগঠনে আসুক। এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত একটি সফল সভা ছিল।'

খুব শিগগিরই এশিয়া কাপ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন এসিসি সভাপতি।

Comments

The Daily Star  | English

15 years of illegal chemical trade: Owner on the run after deadly Mirpur fire

He is accused of negligence leading to the deaths of 16 workers in a devastating fire

1h ago