বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, দল পেতে আগ্রহী ১০ প্রতিষ্ঠান 

ছবি: স্টার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দল পাওয়া ও ধরে রাখার জন্য ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেওয়ার শেষ দিনেও আবেদন করেনি তারা। গত দুই আসরের চ্যাম্পিয়নরা না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এরমধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা চলছে। 

ফরচুন বরিশালের না থাকার আভাস অবশ্য আগে থেকেই ছিলো। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে তামিম ইকবালের সঙ্গে বর্তমান সভাপতি আমিনুল ইসলামের দূরত্ব স্পষ্ট। ফরচুনের সঙ্গে যেহেতু তামিম জড়িয়ে আছেন, কাজেই বিপিএল থেকে দূরে থাকতে চাইছেন তারা। 

গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসই কেবল এবারও আগ্রহ প্রকাশ করেছে। রংপুর রাইডার্স থাকবে আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। রাজশাহী কিংসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে দেশ ট্রাভেলস।

আগে বিসিবির সঙ্গে আর্থিক জটিলতা থাকলেও, চিটাগাং কিংসও এবার আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অধিকার পাওয়ার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টসও।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago