এশিয়া কাপ ২০২৫

সুপার ফোরে যাওয়ার ‘সহজ অঙ্ক’ জটিল বানিয়ে ফেললো বাংলাদেশ?

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমর্থকেরা ভরসা নিয়ে দেখছিলেন নিজেদের দলকে। শনিবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভরে গিয়েছিল লাল-সবুজে। কিন্তু তাদের ফিরতে হয়েছে চরম হতাশা নিয়ে।

এশিয়া কাপ টি২০–এর 'বি' গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো পর্যায়েই ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৩৯ রান তুলেই তারা হেরে যায় ৬ উইকেটে, ম্যাচ শেষ হয় ১৪.৪ ওভারে। এখন সুপার ফোরে ওঠার আশা জটিল সমীকরণে দাঁড়িয়ে আছে, অনিশ্চয়তায় ঝুলছে বাংলাদেশের ভাগ্য।

বাংলাদেশ এতো খারাপ খেলল কেন? এই টুর্নামেন্টে ক্রিকেটপ্রেমীরা এখনও কতটা আশা রাখতে পারেন? আজকের স্টার এক্সপ্লেইনস–এ এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন একুশ তাপাদার।

 

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago