সুপার ফোরে কারা এগিয়ে, কারা পিছিয়ে
গ্রুপ পর্বের শেষ এশিয়া কাপে এখন সুপার ফোরের লড়াই। সেরা চার দলের মধ্যে লড়াইয়ে ঠিক হবে কোন দুই দল যাবে ফাইনালে। ফাইনালের পথে কারা আসলে এগিয়ে, বাংলাদেশের সম্ভাবনাই বা কতটা। কন্ডিশন রাখতে পারে কতটা প্রভাব, সেই আলোচনাই থাকছে এবার।


Comments