পরিসংখ্যানের আলোয় এবারের বিপিএল 

fortune barishal

এবারের বিপিএলে দেখা গেছে কিছু নতুন রেকর্ড, কোন কোন খেলোয়াড় উঠেছেন নতুন চূড়ায়। মাঠের বাইরে পারিশ্রমিক ইস্যুতে নানান বিতর্ক হলেও মাঠের খেলায় ব্যক্তিগত ঝলক দেখিয়েছেন ক্রিকেটাররা।  ফিরে দেখা যাক সেসব কিছু পরিসংখ্যান। 

  • Naim Sheikh

    এবার বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন নাঈম শেখ। বিপিএলে এর আগেও পাঁচশোর বেশি রান করার নজির দেখা গেছে। বিপিএলের এক আসরে সাড়ে পাঁচশোর বেশি রানও আছে রাইলি রুশোর। তবে বাংলাদেশিদের মধ্যে পাঁচশোর বেশি রান ছিলো আর কেবল নাজমুল হোসেন শান্ত। শান্তর পর সেই মাইলফলকে নাঈম। 

  • Taskin Ahmed

    দুর্বার রাজশাহী প্লে অফে উঠতে না পারলেও তাসকিন আহমেদ ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। 

  • Litton Das

    বিপিএলের এগারোতম আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১২৫ রান করেন তিনি। 

  • সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সেরা তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতেও তৃতীয় সেরা। 

  • Alex Hales & Saif Hassan

    বিপিএল এবার দেখেছে ৮ সেঞ্চুরি। এক আসরে যা সর্বোচ্চ। আগের রেকর্ড ছিলো ২০১৮-১৯ মৌসুমে। 

  • Tanzid Hasan Tamim
    তানজিদ হাসান তামিম। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

    এক বিপিএলে সর্বোচ্চ ৩৬ ছক্কা মেরেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা এক আসরে সর্বোচ্চ।

  • এক ম্যাচে সর্বোচ্চ ৯টি করে ছক্কা মেরেছেন দুই ব্যাটার। দুজনই ঢাকা ক্যাপিটালসের লিটন দাস ও সাব্বির রহমান। 

  • ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি এক ওভারে ৪ উইকেট নিয়ে নতুন নজির গড়েন। প্রথম কোয়ালিফায়ারে এই কৃতি গড়েন ডানহাতি পেসার। 
  • বিপিএলে এই আসরে সবচেয়ে বেশি ২০০ রান করেছে চিটাগাং কিংস, চারবার এমন সংগ্রহ পেয়েছে তারা। 

  • mahidul islam ankon

    বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনা টাইগার্সের ব্যাটার চিটাগাং কিংসের বিপক্ষে ১৮ বলে করেন ফিফটি। 

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

12h ago