রোনালদোর শেষ নাকি তবু আরও কিছু বাকি?

Cristiano Ronaldo

ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারের পর্তুগালের হারের পরই এই প্রশ্ন উঠল সবার আগে। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কি দেশের জার্সিতে এটাই শেষ ম্যাচ? জানতে চাওয়া হলো কোচ রবার্তো মার্তিনেজের কাছেও। তবে তিনি রেখে দিলেন রহস্য।

এবার ইউরোতে নিজের ছায়া হয়েছিলেন ৩৯ পেরুনো ফুটবল ইতিহাসের অন্যতম সেরাদের একজন। এবার পাঁচ ম্যাচে ১০ শট নিয়েও কোন গোল করতে পারেননি তিনি। অথচ ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি।

২০০৪ থেকে টানা ছয় আসর খেলে রোনালদোর গোল ১৪, ১০টিও নেই আর কারো। আন্তর্জাতিক ফুটবলে ২১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৩০ গোলের মালিক এবার হাতছাড়া করেছেন অনেক সহজ সুযোগ। স্বাভাবিকভাবেই তার বিদায়ের প্রশ্নই উঠবে।

পর্তুগাল ছিটকে যাওয়ার পর গণমাধ্যমের এমন প্রশ্ন এড়িয়ে যান কোচ মার্তিনেজ,  'মাত্রই খেলা শেষ হলো, এটা নিয়ে এখনই কথা বলা তাড়াতাড়ি হয়ে যায়। এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

ইউরোতে ২০১২ ও ২০২০ সালে সর্বোচ্চ গোলদাতা হন রোনালদো। ২০১৬ সালে পর্তুগালকে শিরোপা পাইয়ে পান সিলভার বুট। আন্তর্জাতিক ফুটবলে এটা শেষ ম্যাচ না হলেও এটা যে শেষ ইউরো তা অবশ্য রোনালদো নিজেই নিশ্চিত করেছেন, 'কোন সন্দেহ নেই এটাই আমার শেষ ইউরো। ফুটবলের সব আমাকে প্রভাবিত করে। এখনো নিজের উৎসাহ, দর্শকদের আগ্রহ আমাকে টানে।'

২০২৬ বিশ্বকাপের সময় রোনালদোর বয়স হবে ৪১। তার যে ফিটনেস তাতে সেই বিশ্বকাপ খেলে ফেলতে পারেন তিনি। তবে গোধূলি লগ্ন পারফরম্যান্স তলানিতে চলে যাওয়ায় আর ক্যারিয়ার টেনে নেওয়া ঠিক হবে কিনা এই প্রশ্ন এখন বড়।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

40m ago