রাবিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের দফায় দফায় র্যাগিংয়ের অভিযোগ

প্রক্টর অফিসে র্যাগিংয়ের লিখিত অভিযোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের হাতে অন্তত তিন দিন কয়েক দফায় তারা র্যাগিংয়ের শিকার হয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, সিনিয়ররা জুনিয়রদের ১০-১৫ বার পরিচয় দিতে বাধ্য করে। পরিচয় নিশ্চিত করার পরও তাদের নিয়ে হাসাহাসি করা হয়। জুনিয়রদের ১০ ধরনের হাসি দিতে বলা হয়। তাদের মারধরের হুমকি দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
শিক্ষার্থীরা জানান, আজ সোমবারও তারা র্যাগিংয়ের শিকার হয়েছেন। দুপুর থেকে বৃষ্টির মধ্যে বসিয়ে রাখা হয়, তাদের খেতে দেওয়া হয়নি। পরে প্রক্টরিয়াল বডি গিয়ে তাদের উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে র্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনিয়ররা বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশ্লীল শারীরিক ভঙ্গিতে হয়রানি করেছে। আমাদের গালিগালাজ করেছে।'
আরেক শিক্ষার্থীর অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর রাতে বিনোদপুর এলাকার একটি মেসে ১৮-২০ জন সিনিয়র গিয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
জানতে চাইলে প্রক্টর মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'লিখিত অভিযোগ পেয়েছি। বিভাগের চেয়ারম্যান ও ২০২৩-২৪ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।'
'আজ হাতেনাতে ধরেছি। অবশ্যই তাদের শাস্তির আওতায় আনা হবে,' বলেন তিনি।
Comments